নিজেস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার টাউন ক্লব সড়কে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রাজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রায়হান সহ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতারা।