নিজেস্ব প্রতিবেদক ঃবরিশাল রেঞ্জের ডিআইজি জনাব, মো শফিকুল ইসলাম বিপিএম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ করোনা কালেও বাংলাদেশ পৃথিবীর অনেক দেশকে পিছনে ফেলে প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয়েছে। বাংলাদেশকে আরও এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে মাদক যেন কোন বাঁধা হতে না পারে সেজন্য মাদকের প্রতি সর্বত্র জিরো টলায়েন্স ঘোষণা করা হয়েছে। তবে মাদক ব্যবসায়ীরা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে তাদেরকে পুনর্বাসিত করা হবে এবং এ অঙ্গীকার তারা প্রতিপালন করলে আমরা তাদের সাথে থাকবো।
মঙ্গলবার পিরোজপুরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আত্মসমর্পন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে পুলিশ লাইনস্ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান তালুকদার, আলোর পথের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব।