নিজেস্ব প্রতিবেদক ঃ ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে বুধবার ভান্ডারিয়া উপজেলার কেন্দ্রীয় জিউ মন্দির প্রাঙ্গনে ৪২টি মন্দিরের সভাপতি ও সম্পাদকের কাছে শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে পাঞ্জাবি তুলে দেয়া হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার এ সব উপহার সংশ্লিষ্ট দের হাতে তুলে দেেন । এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দূরদর্শী সিদ্ধান্তের ফলে করোনাকালীন বিপর্যয়ের মধ্যেও ধর্মীয় বিধিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সক্ষম হয়েছে।
এসময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক বাবু উত্তম দাস, মদনমোহন মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার দাসসহ বিভিন্ন মন্দিরের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশীদ খসরু জোমাদ্দারের ব্যক্তিগত পক্ষ থেকে পৌরসভার সকল মন্দিরে অর্থ সহায়তা প্রদান করা হয়।