নিজেস্ব প্রতিবেদক ঃ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে যৌন নির্যাতন ও সারাদেশে অব্যাহত নারী
ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে
পিরোজপুরে ছাত্র ইউনিয়ন মানববন্ধন করেছে । মঙ্গলবার সকালে শহরের টাউনক্লাবের
সামনে মানববন্ধনে বক্তারা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে দায়ী করে বলেন, পুরুষতান্ত্রিক সমাজ
ব্যবস্থার কারণে ধীরে ধীরে নারীদের প্রতি সহিংসতা বাড়ছে। সেই সাথে দেখা যাচ্ছে বিচারহীনতার অপসংস্কৃতি। সমাজ থেকে এই সহিংসতা কমাতে নিজ উদ্যোগ থেকে ধর্ষণকারীদের প্রতিহত করতে হবে। করোনার মতো ধর্ষণও মহামারীতে রুপ নিচ্ছে তাই এখন আর প্রতিবাদ করলে চলবে না,করতে হবে কঠিন প্রতিরোধ। এসময় সংগঠনটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যর্থ মন্ত্রী আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক আব্বাস তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী,সহ-সাধারণ সম্পাদক সৈকত বল,সদর উপজেলার সভাপতি শংকর দত্ত,সাধারণ সম্পাদক আবির হাসান সহ মহিলা পরিষদ,কমিউনিষ্ট পার্টিও বিভিন্ন নেতৃবৃন্দ।