নিজেস্ব প্রতিবেদক ঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী থেকে আগামী প্রজন্মের শিক্ষা গ্রহণ করতে হবে। দেশপ্রেম আর মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর জীবন আদর্শকে শিক্ষার্থীদের ধারণ করতে হবে।
ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন অডিটরিয়ামে বুধবার শিল্পকলা একাডেমীর আয়োজনে অনলাইনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর জীবন আদর্শকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিল্পকলা একাডেমী। করোনা প্রাদুর্ভাব এর কারণে শোক দিবসের অনুষ্ঠানের বিজয়ীদের হাতে তখন পুরস্কার তুলে দেয়া যায় নি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম নবীন। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা জাতীয়পার্টি (জেপি) সমর্থক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও ধাওয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, উপজেলা সমাজসেবা অফিসার ভবানী শংকর, উপজেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন খলিফা, প্রধান শিক্ষক সনজিব কুমার মজুমদার, প্রবীন শিক্ষক আলহাজ্ব আব্দুল হক হাওলাদার প্রমুখ।