নিজেস্ব প্রতিবেদক ঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সহপাঠী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে নাজিরপুরে সরকারী বঙ্গমাতা মহিলা কলেজের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের সহপাঠীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় জড়িত সকলকে অভিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সদরের সামাজিক সংগঠন কনসার্ট ইম্পিরিয়াল ক্লাবের সভাপতি মো. হৃদয় খান, সরকারী বঙ্গমাতা
ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি ফারহানা ঐশী, সহপাঠী সুবির বিশ্বাস।
প্রসঙ্গত, বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার কুমরখালী গ্রামের দশম শ্রেণীর ছাত্র সজিব হালদার (১৫) ও উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা
মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী (১৭) কে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করে। মামলার প্রধান আসামি মনিরকে গ্রেফতার করেছে পুলিশ।