নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলায় কর্মরত ৫২ তম বাংলাদেশ পুলিশ কনস্টেবল ব্যাচ এর উদ্যোগে জেলা পুলিশ লাইন্সে অসহায়, কর্মহীন শতাধিক পরিবারের মাঝে জরুরী খাদ্যদ্রব্য , ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান।
৫২ তম ব্যাচের আয়োজনে উক্ত ব্যাচের ৭০ জন সদস্য দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাড়াঁন।
পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তিনি সমাজের বিত্তশালী বিভিন্ন শ্রেনী পেশার লোকজনকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব মোল্লা আজাদ হোসেন, সহ পিরোজপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ।