নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরে সাংবাদিকদের শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ । করোনা দুর্যোগকালীন সময়ে অন্যান্য পেশার মানুষের মত কিছুটা বিপাকে রয়েছেন সংবাদকর্মীরা। এরমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সংবাদকর্মীরা বেশি বিপাকে। এসব কারনে করোনা দুর্যোগের মধ্যে আসন্ন ঈদ উপলক্ষে পিরোজপুরে কর্মরত সংবাদকর্মীদের এ আর্থিক সহায়তা দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর প্রেসক্লাবের সদস্য মো. মহিউদ্দিন মহারাজ। প্রেসক্লাবের সদস্যদের এ শুভেচ্ছা উপহার হিসেবে তিনি দুই লাখ ৫০ হাজার টাকা দিয়েছেন ।