নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শানাক্ত হয়েছে। এরা হলো সদর উপজেলার শংকরপামা ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের একজন, নাজিরপুর উপজেলার বলিবাবলা গ্রামের একজন এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সোগাগদল গ্রামের একজন।
এ নিয়ে পিরোজপুর জেলায় করোনাভাইরাস কভিড-১৯ পজেটিভ রোগীর সংখ্যা হলো ৩৪ জন।