নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে থাকা সন্ধ্যা রানী হালদার (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। তিনি গত বৃহস্পতিবার থেকে পিরোজপুর জেলা হাসপাতালে আইসোলেশনে ছিলেন। তার বাড়ি পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকায়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন জানান, গত ৩০ এপ্রিল ওই মহিলা শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে ভর্তি করে এবং করোনা সন্দেহে হাসপাতালের আইসোলেশনে রেখে ঐ দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল ল্যাবে প্রেরণ করা হয়। তবে নমুনা পরীক্ষার রিপোর্ট এখন আসেনি। শনিবার ভোরে হাসপাতালের আইসোলোশনে তাার মৃত্যু হয়।