নিজেস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম। তার ব্যক্তিগত অর্থায়নে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কর্মহীন সুবিধাবঞ্চিত, দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
নাজিরপুর উপজেলায় ৩ হাজার ৫০টি পরিবারে, পিরোজপুর সদর উপজেলায় ২ হাজার ৬০০টি পরিবারে এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৪ হাজার ২০০টি কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া নাজিরপুর উপজেলার ১৮ রিক্সা স্ট্যান্ডে ৫০টি করে ৯০০ প্যাকেট প্রদান করা হয়েছে। এসব প্যাকেটের প্রতিটিতে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল রয়েছে। প্যাকেটগুলো দলীয় স্বেচ্ছাসেবক দিয়ে ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।
পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ জানান, পিরোজপুর পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নের কর্মহীন অসহায়দের জন্য মন্ত্রীর পক্ষ থেকে দেয়া খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। তিনি আরও জানান, মন্ত্রীর পক্ষ থেকে এ কর্মসূচি অব্যাহত রয়েছে।
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুহিদুল ইসলাম জানান, উপজেলার পৌর এলাকা ও ১০টি ইউনিয়নের প্রত্যেকটিতে কর্মহীন অসহায় পরিবারের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রী দলীয় কর্মীদের মাধ্যমে তাদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে।