নিজস্ব প্রতিবেদক :
বাগেরহাটের কচুয়ায় অভিযান চালিয়ে পিরোজপুরের দুই জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। এসময়ে তাশ ও নগদ ৩৫০০ টাকাসহ বাগেরহাটের আরও এক জায়ারীকে আটক করা হয়। শনিবার (০৮ জানুয়ারি) সকালে আটক তিন জুয়ারীকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাধাল এলাকার ফারুক শেখের মৎস্যঘের থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, পিরোজপুর সদরের দক্ষিণ শেখপাড়া এলাকার আশ্রাব আলী শেখের ছেলে পাশা শেখ (৩৫), বাশবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে রমজান শিকদার (২৯) এবং বাগেরহাট সদর উপজেলার নাটইখালী গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে খোকন শেখ (৪৩)।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদের আটক করা হয়েছে। আটককৃতরা পেশাদার জুয়ারী, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।