মঠবাড়িয়া প্রতিবেদক :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার দক্ষিণ ভেচকি গ্রামের মাল বাড়ি সংলগ্ন আমন মাঠে পুতে রাখা গলাকাটা ও শরীরের একাধিক স্থানে জখমের চিহ্নসহ এ লাশ উদ্ধার করা হয়। ওই অজ্ঞাত যুবকের পরনে জিন্স প্যান্ট ও কালো রং এর জ্যাকেট ছিল।
স্থানীয় ইউপি সদস্য হানিফ মাল জানান, বিকেলে স্থানীয় কৃষকরা মাঠে খড় আনতে গেলে দুর্গন্ধ ও মাছি উড়তে দেখে ঘটনা স্থলে গিয়ে মাটির উপর রক্তাক্ত কাপড় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যায় ঘটনা স্থলে গিয়ে মাটি খুড়ে লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন গলাকাটা অজ্ঞাত মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত যুবকের আনুমনিক বয়স ২৫ থেকে ৩০ বছর। ধারানা করা হচ্ছে ৭ থেকে ৮ দিন আগে তাকে নির্মম ভাবে খুন করে মাটিতে পুতে রেখেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ওই একই এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য সগীর মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।