ভাণ্ডারিয়া প্রতিবেদক :
ভাণ্ডারিয়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের পশ্চিম রাজপাশা গ্রামে দুই মাস বয়সী শিশু সন্তানের পিতা মো. আল আমিন খান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আল আমিন রাজপাশা গ্রামের আব্দুল মন্নান খানের ছেলে এবং ঢাকা জজ কোর্টের এক আইনজীবীর সহকারী।
স্থানীয়সূত্রে জানাগেছে, বাড়ি ও কৃষি জমি নিয়ে বিরোধের জের হিসেবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ আছর নামাজ শেষে পশ্চিম রাজপাশা গ্রামের আল আমিন খানকে একই বংশের নাছির খান, তার ছেলে জসিম খান, মাহিদুল খান, ছাইদুল খান এবং ফরহাদ খানের ছেলে ইব্রাহীম খান বাড়ি সংলগ্ন একটি খোলা যায়গায় ডেকে নিয়ে এলোপাতারি মারপিট শুরু করে। এতে গুরুতর আহত হলে তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভাণ্ডারিয়া হাসপাতালে পরে খুলনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে শুক্রবার (২৭ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।