নিজস্ব প্রতিবেদক :
পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মানবিক মূল্যবোধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুনতানজির, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড খান মোঃ আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী প্রমুখ।
এসময় জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষকবৃন্দ, সদস্যবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন অংশগ্রহন করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য নাজমুল হাসান তুহিন।