নিজস্ব প্রতিবেদক :
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সৈয়দ তোকাচ্ছের আলী (তোতা মীর) স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভান্ডারিয়া পৌরসভার মীরাবাড়ী বাজার সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোকসেদ আলী মানিক মীর। ভান্ডারিয়া পেশাজীবি পরিষদ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সৈয়দ মাইনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, সৈয়দ মোস্তাফিজুর রহমান, সৈয়দ হাবিবুর রহমান, মো. আমিরুল হক মুন্সী, আলহাজ্ব মাওলানা মুফতি আবদুল জলিল, ভান্ডারিয়া উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ সামসুদ্দিন খান শিপলু, ইউপি সদস্য আমিরুল হক মুন্সি।
বক্তব্য শেষে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।