নিজস্ব প্রতিবেদক :
পিরোজপুরে কচাঁ নদীর বেকুটিয়া ফেরি থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোহম্মদ হোসেন মাঝি (৬০)। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপরে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের যুগি বাড়ির খালের চরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পিরোজপুর সদর থানায় জানালে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে কাউখালী থেকে পিরোজপুর সদরে ফেরি পারাপারের সময় মোহম্মদ হোসেন মাঝি নদীতে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিসের রেসকিউ ও ফেরি কর্তৃপক্ষ নদীতে খুঁজতে থাকে। পরে শুক্রবার দুপরে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের যুগি বাড়ির খালের চরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক নুরুল আমিন জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। লাশটি উদ্ধার করা হয়েছে ও সুরাতহালের কাজ চলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।