নিজস্ব প্রতিবেদক :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চরবাড়ৈখালী গ্রামের যুবক সাগর মুন্সি হত্যায় জড়িত সকল আসামীদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কালিবাড়ী বাজারে কালিবাড়ী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে মামলা তুলে নেয়ার জন্য হত্যার সাথে জড়িত আসামীরা সাগর মুন্সির স্ত্রী ও পরিবারের সদস্যদের নানা ভাবে হুমকি প্রদান করেছে। এছাড়া পুলিশ প্রশাসন এ হত্যা মামলায় জড়িত অন্য আসামীদের গ্রেপ্তার করতে বিলম্ব করায় সাগর মুন্সির পরিবার এখন ভীত সন্ত্রস্ত। তাই অবিলম্বে সাগর মুন্সি হত্যার সাথে যারা জড়িত সকল আসামীদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানান হয়।
এ সময় বক্তব্য রাখেন নিহত সাগর মুন্সির বাবা আমজেদ মুন্সি, বড় ভাই শাওন মুন্সি, স্ত্রী চম্পা বেগম, শাশুড়ী ফাহিমা বেগম, স্থানীয় জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, ফারুক সিকদার, হেমায়েদ সিকদার প্রমুখ।