মঠবাড়িয়া প্রতিবেদক :
মঠবাড়িয়ায় গত পাঁচ দিন ধরে মানসিক প্রতিবন্ধী মো. জাফর হোসেন (৩২) নিখোঁজ রয়েছে। নিখোঁজ জাফর মঠবাড়িয়া পৌরসভার আরামবাগ এলাকার মৃত আব্দুল হক মাষ্টারের পুত্র। এ ঘটনায় তার ভাই মো. মোশারেফ হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
সাধারণ ডায়েরী ও পারিবারিক সূত্রে জানাগেছে, নিখোঁজ জাফর মঠবাড়িয়া কে. এম. লতিফ ইনষ্টিটিউশন থেকে ২০০১ সালে এসএসসি পাশ করে মঠবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। কিন্তু ফাইনাল পরীক্ষায় এক বিষয় অকৃতকার্য হওয়ার পর জাফর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং শারীরিকভাবেও দুর্বল হয়ে যায়। এরপর থেকে বৃদ্ধ মায়ের সাথে আরামবাগের বাসায় স্বাভাবিকভাবে বসবাস করত। কিন্তু গত ২১ নভেম্বর জাফর বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, নিখোঁজের বিষয় সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।