নিজেস্ব প্রতিবেদক : পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের চেয়াম্যান মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় একটি সড়কের কয়েকটি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানাযায় , গত ১০ নভেম্বর পিরোজপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে পিরোজপুর সদর উপজেলার সিকাদরমল্লিক ইউনিয়নের গণকপাড়া রাস্তার পাশে ঘূনিঝড় বুলবুলে পরে যাওয়া কয়েকটি গাছের সাথে দন্ডায়মান আরও কয়েকটি মেহগণি গাছকে ঝুঁকিপূর্ণ দেখিয়ে সেগুলো কেটে নেন চেয়ারম্যান। এছাড়া আরও কয়েকটি গাছের ডালপালা কেটে সেগুলোও কাটার চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়দের বাধার মুখে সেখান থেকে লোকজন নিয়ে চলে যান চেয়ারম্যান শহিদুল ইসলাম। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয় জনসাধারণের মাঝে। স্থানীয়দের দাবি রাস্তার পাশের গাছ কাটতে হলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে টেন্ডারের মাধ্যমে সেগুলো কাটা হোক।
এ বিষয়ে চেয়াম্যান মোঃ শহিদুল ইসলাম জানান, রাস্তার পাশে কিছু গাছ ঝুঁকিপূর্ণ থাকায়, জনগণের নিরাপত্তার জন্য সেগুলো কেটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রাখা হয়েছে। এসব গাছ স্থানীয় কিছু লোক নিতে চেয়েছিল। তাদের না দেওয়ায় এখন তারাই বিভিন্ন মিথ্যা কথা ছড়াচ্ছে।