মঠবাড়িয়া প্রতিবেদক :
পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার দুপুরে লবনের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়ায় গ্রাম থেকে সাধারণ মানুষ সহ গ্রাম্য বাজারের খুচরা ব্যবসায়িরা উপজেলা সদরে ছুটে আসছেন লবন কিনতে। দাম বাড়ার আশংকায় চাহিদার তুলনায় অতিরিক্ত লবন কিনছেন ক্রেতারা। লবনের দাম না বাড়লেও সাধারণ মানুষের অতিরিক্ত লবন সংগ্রহ করায় বিকেল ৪টার মধ্যে অধিকাংশ লবন ব্যবসায়ির মজুদকৃত লবন ফুরিয়ে যায়।
লবনের দাম বৃদ্ধির গুজবে বাজারে ক্রেতাদের মাঝে অস্থিরতা সৃষ্টির খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস তাৎক্ষনিক মোবাইল কোর্টের মাধ্যমে বাজার মনিটরিং করেন। উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ ফাতিমা বেগম (৪০) ন্যায্য দামে ৪ কেজি লবন কিনে বলেন, দুপুরে গ্রামে বসে লবনের দাম বৃদ্ধির খবর পেয়ে লবন কিনতে এসেছি। বাজারে এসে দেখি দাম আগের মতোই আছে। তবুও ৪ কেজি লবন কিনলাম।
মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দরের ব্যবসায়ি দিলীপ কুমার সাহা বলেন, লবনের কোন দাম বাড়েনি। ন্যায্য দামেই লবন বিক্রি হচ্ছে। গুজবের কারণে গ্রাম থেকে মানুষ এসে চাহিদার তুলনায় অতিরিক্ত লবন কিনছেন। এতে আমাদের হিমসিম খেতে হচ্ছে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, লবনের দাম বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ গুজব। বাজারে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। দুইজন ব্যবসায়ি বাড়তি দামে লবন বিক্রির চেষ্টা চালাচ্ছিল। তাদেরকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লবন মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।